মাদারিহাটে হাতি মানুষের সংঘাত অব‍্যাহত।

0
397

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদারিহাটে হাতি মানুষের সংঘাত অব‍্যাহত। গত এক মাসে মাদারিহাট ব্লকে হাতির হানায় চার জনের মৃত্যু হয়েছে। এদিকে লাগাতার হাতির হানার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিনিয়ত জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় ঢুকে হানা দিয়ে তান্ডব চালাচ্ছে। বাসিন্দাদের জমির ফসল নষ্ট করে নিচ্ছে। এছাড়া ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে সম্প্রতি হাতির হানায় এলাকার বাসিন্দাদের মৃত্যুর ঘটনাও সামনে আসছে। এই বিষয়ে মাদারিহাটের বিজেপি বিধায়ক এবং বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিগ্গা জানান হাতির হানা বৃদ্ধি পাচ্ছে দিন প্রতিদিন এই নিয়ে আমরা বনদফতরে জানিয়েছি একাধিকবার কিন্ত বনদফতর অজুহাত দেখায় যে বনকর্মীর অভাব এছাড়া পর্যাপ্ত সরঞ্জাম ও গাড়ি নেই।বিধায়ক মনোজ টিগ্গা জানান, যেভাবে হাতির হানা বৃদ্ধি পাচ্ছে এতে সাধারণ মানুষের মধ‍্যে আক্রোশ বৃদ্ধি পাচ্ছে।