দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ইমারজেন্সি ইউনিট এবং এক্সরে ইউনিটের শুভ উদ্বোধন হলো। উল্লেখ্য, গত চৌঠা নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেই সময়ই হাসপাতালের একাধিক উন্নতি করণ করা হবে এমনই আশ্বাস দিয়েছিলেন তিনি। এরপর সোমবার বিকেল পাঁচটায় হাসপাতালে নতুন ইমারজেন্সি ইউনিট এবং এক্সরে ইউনিটের শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। জানা গেছে অতি দ্রুত হাসপাতালকে মডেল হাসপাতাল হিসেবে রূপায়িত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি থেকে ৬০ বেডের শয্যা বিশিষ্ট নতুন ব্যবস্থাকরণ করা হবে হরিরামপুর ব্লক। রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, মহকুমা শাসক পি প্রমথ, মহকুমা পুলিশ আধিকারিক দিপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা।
Home রাজ্য উত্তর বাংলা হরিরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ইমারজেন্সি ইউনিট এবং এক্সরে ইউনিটের শুভ...