কালীপুজো ও দীপাবলী উপলক্ষে শান্তি কমিটির বৈঠক।

0
136

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় দুবরাজপুর থানা এলাকার পুজো,উদ্যোক্তাদের নিয়ে কালী পুজো ও দীপাবলী উপলক্ষে শান্তি কমিটির বৈঠক হলো দুবরাজপুর থানায়। দুবরাজপুর থানা এলাকায় রয়েছে ২০২ টা পারিবারিক ও সার্বজনীন কালী পূজা কমিটি। এই কমিটি গুলোকে নিয়ে হলো শান্তি কমিটির বৈঠক। এই সভায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মহতাসিম আক্তার, সিআই মাধব চন্দ্র মন্ডল, ওসি সন্তোষ ভকত, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ও দমকল বিভাগের আধিকারিকরা। পাশাপাশি এদিন থানায় দুবরাজপুর শহর ও বিভিন্ন গ্রামের কালী পূজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কালীপুজো যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এইসব বিষয়ে আলোচনা হয়। কালীপুজো কমিটিগুলির কাছ থেকে তাদের নানান সমস্যার কথা শুনেন আধিকারিকরা। এছাড়াও কালী পুজো উপলক্ষে দুবরাজপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে কী কী অনুষ্ঠান রয়েছে বা এই পুজোয় পুলিশের পক্ষ কী কী নির্দেশিকা রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কালী পুজো ও দীপাবলীতে বাজি ফাটানো নিয়ে মানুষকে সচেতন করা হয়।