দীঘায় একই বাড়িতে উদ্ধার ৪টি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ, উদ্ধার করলো বনদপ্তর।

0
385

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার দিঘার ভাগীব্রহ্মপুর থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক চারটি চন্দ্রবোড়া সাপ। দীঘা থানার অন্তর্গত তপন বাবুর বাড়ি থেকে উদ্ধার হয় বিষধর ৪ টি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ। মঙ্গলবার সকালেই তপনবাবু বাড়ির কাঠের স্তূপের মধ্যেই হঠাৎ গর্জন শুনতে পান। বনদপ্তর কে খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দীঘা বনদপ্তরের কর্মীরা। চাররি পূর্ণ বয়স্ক চন্দ্রবোড়া সাপ যা খুবই বিষধর। শীতের শুরুতে মাঝে মাঝেই বাইরে বের হয়ে এই ধরনের সাপ। উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেই সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর উপযুক্ত জায়গায় প্রাকৃতিক পরিবেশে তাদের ছেড়ে দেওয়া হবে এমনটাই জানাচ্ছে বনদপ্তরের দীঘা বিট অফিসার প্রশান্ত সাধুখাঁ ।তবে দীঘায় একই বাড়িতে উদ্ধার ৪ টি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বনদপ্তরে খবর দিয়ে সচেতনতার পরিচয় দিয়েছি পরিবার।