বালুরঘাট থানা মোর এলাকায় অ্যালকোহল ডিটেক্টর মেশিন দিয়ে চেকিং।

0
183

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- হাতে গুনে আর মাত্র কোটা দিন বাকি তারপরে শ্রী শ্রী শ্যামা পুজো। উৎসবের আমেজে মেতে উঠেছে আপামর বাঙালি। আসন্ন শ্রী শ্রী শ্যামা পুজো কে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা সদর ট্রাফিক এদিন সন্ধায় বালুরঘাট থানা মোর এলাকায় অ্যালকোহল ডিটেক্টর মেশিন দিয়ে চেকিং করে, সারা জেলা জুড়ে এই চেকিং হচ্ছে বলে জানান ট্রাফিক ডিএসপি বিল্লো মঙ্গল সাহা। জানাগেছে আর কিছু দিন বাদে শ্রী শ্রী শ্যামা পুজো, শহরে মদ্যপ অবস্থায় বাইক , টোটো , গাড়ি যারা চালাচ্ছে তাদের অন স্পট ফাইন করা হবে পাশাপাশি আইনত বেবস্থা নেওয়া হবে। এদিনের চেকিংয়ে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি বিল্লো মঙ্গল সাহা, ট্রাফিক ওসি বৃতি সুন্দর সাহা সহ্য অন্যনো পুলিশ কর্মীরা। ট্রাফিক ডিএসপি কি বলছেন শুনবো।