সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল কৃষি ও কৃষক বাঁচাও কমিটি।

0
155

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। দাবি মানা হলে ব্লকে ব্লকে রাস্তা অবরোধ করবে চাষীরা, হুঁশিয়ারি পূর্ব বর্ধমান জেল কৃষি ও কৃষক বাঁচাও কমিটি র।
এদিন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পূর্ব বধমান জেলা কমিটির পক্ষ থেকে সারের কালো বাজারি বন্ধ করতে, সরকার নির্ধারিত মূল্য সার বিক্রির দাবি সহ মোট ৭ দফা দাবিতে এই ডেপুটন দেওয়া হয় বলে জানাজায়।
আর কয়েকদিন পরেই শুরু হবে আলু চাষ ও বোরো ধান চাষ। তার আগেই পূর্ব বর্ধমান জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সারের কালোবাজারি ব্যাপক ভাবে চলছে বলে জানান কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু।
তিনি আরও জানান, বস্তায় ১৪৭০ টাকা সারের দাম লেখা থাকলেও সেই সার বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি মূল্যে। সারের সাথে প্রয়োজন নেই এমন কিছু তরল বা সার কিনতে বাধ্য করা হচ্ছে। এবং সারের দোকানে সার কিনতে গেলে চাষীদের কোনো চালান দেওয়া হচ্ছে না , ফলে চাষীরা সমস্যায় পড়েছেন। তাই এই সারের কালোবাজারি রুখতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে , যদি তাদের দাবি মানা না হলে জেলার প্রতিটি ব্লকে ব্লকে চাষীরা পথ অবোরধ করে বিক্ষোভে সামিল হবে জানানো হয় কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে।