কৈয়ড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা।

0
116

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পুর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের তোরকোনা বাজারে একটি পথসভার আয়োজন করা হয় বুধবার। পথসভায় উপস্থিত ছিলেন খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ তথা শিক্ষক নেতা অনাবিল ইসলাম, ব্লক যুব সভাপতি শুভেন্দু পাল, কৈয়র অঞ্চল প্রধান শাজাহান মন্ডল, উপপ্রধান টুম্পা বাগ,পঞ্চায়েত সদস্য রিপন মুন্সী, প্রাক্তন প্রধান আগমনী চক্রবর্তী (দলুই), দিলীপ চক্রবর্তী সহ আরও অন্যান্য ব্লক নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্বরা।
পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম পথ সভার মঞ্চ থেকে বলেন, বিজেপির মিথ্যাচার, মোদী সরকারের এই রাজ্যের প্রতি বঞ্চনার,১০০ দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার বাড়ি অনুমোদনের দাবিতে কৈয়ড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে একটি পথসভার আয়োজন করা হয় বুধবার। ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে তো রেখেছেই তার সাথে সাথে ১০০ দিনের কাজ ও বন্ধ করে দিয়েছে, কেন গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের দিকে দিকে প্রতিবাদ চলছে আগামীতে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক অনাবিল ইসলাম পথসভার মঞ্চ থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর এবং জননেতা অভিষেক বন্দোপাধ্যায় এর প্রতি কোনোরূপ ষড়যন্ত্র হলে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা চুপ থাকবো না। আজকে কেন আজ সমবেত হয়েছি সেটা সকলেই জানি, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। নোট বন্দির সমস্ত দিক উল্লেখ করে তীব্র ভৎসর্ণা জ্ঞাপন করেন কেন্দ্রের প্রতি। কেন্দ্র দুই কোটি চাকরির দেওয়ার কথা ঘোষণা করেছিল কিন্তু সেই ঘোষণাও বাস্তবায়িত করেনি কেন্দ্র সরকার। আমরা বিজেপি নিয়ে বেশি গলা ফাটাবো না, বিজেপি বলে কিছু নেই। বিজেপি মানুষের বাকস্বাধীনতা হরণ করছে। বাংলাকে যতই বঞ্চনা করা হোক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি আস্থাশীল। কেন্দ্র সরকার সবসময় চক্রান্ত করে চলেছে কিভাবে বাংলার মানুষকে ভাতে মারা যায়। বাংলার মানুষের অধিকার এর জন্যই আমাদের আজকের প্রতিবাদ সভা। কেন্দ্র ডিকটেটর, বিজেপি দল প্রতারক, এরা স্বার্থের জন্য সব কাজ করতে পারে, বিজেপি কোনো আদর্শ জানেনা বলেও বক্তব্যর ভাষায় বলেন বক্তা অনাবিল ইসলাম।

বিজেপির পাশাপাশি সিপিআইএম কে বক্তব্যের দ্বারা তীব্র ধিক্কার জানান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শিক্ষক নেতা অনাবিল ইসলাম। প্রাইমারি স্কুলের হাজার হাজার চাকরি স্বজনপোষণের মাধ্যমে হয়েছিলো কমরেডদের আমলে। ১৯৭৭ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত যে স্কুলের চাকরি গুলো হতো কিভাবে হতো, আমরা সবাই জানি। তাই চাকরি সংক্রান্ত কোনো কথা কমরেড দের মুখ থেকে বেরোলে আমাদের লজ্জা লাগে।