ডিএলএড ঐক্যমঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন প্রদান।

0
151

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শিক্ষায় দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন। তারপরই প্রাথমিক স্টেট ডি এল এড ঐক্য মঞ্চের পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানো হয়েছে। কেন দীর্ঘদিন হয়ে গেলেও এখনো তাদের নিয়োগ করতে পারিনি পর্ষদ। রাজ্যের বিভিন্ন জায়গায় বঞ্চিত চাকরি প্রার্থীরা সংগঠিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষা সংসদের বিরুদ্ধে। সেই মর্মে বুধবার পূর্ব বর্ধমান জেলা ডি এল এড ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন প্রদান করা হয়। ২০২২ মাধ্যমিক ডেট পাস ডি এল এড পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ পাল বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত। ২০১৭ সালের পর ২০২২ সালে প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করলেও দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত। পর্ষদ সভাপতি এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি। তাই গোটা রাজ্যজুড়ে ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান এবং প্রতিবাদ জানানো হচ্ছে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে কলকাতার রাজপথে আমরা আমরণ অনশনে বসবো।