রাজ্যে রেশন দূর্ণীতির অভিযোগের মাঝে এবার আয়কর দপ্তরের নজরে ‘দলবদলু’ বিধায়ক তন্ময় ঘোষ ওরফে বুম্বা।

0
84

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়াঃ রাজ্যে রেশন দূর্ণীতির অভিযোগের মাঝে এবার আয়কর দপ্তরের নজরে ‘দলবদলু’ বিধায়ক তন্ময় ঘোষ ওরফে বুম্বা। বুধবার বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি, কার্যালয়, মদের দোকান, লজ ও চুড়ামনিপুরের রাইস মিলে হঠাৎই হানা দেন। যদিও এই ঘটনার সময় বিধায়ক বাড়িতে ছিলেননা, তিনি বিধানসভায় রয়েছেন বলে একটি সূত্র মারফৎ পাওয়া খবরে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে রাতারাতি তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন বিজেপিতে। একই সঙ্গে ঐ দলের হয়ে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করে তৃণমূলের অর্চিতা বিদকে ১১ হাজার ৪২০ ভোটে পরাজিত করে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নেন তিনি। পরে ওই বছরেরই আগষ্টের শেষ সপ্তাহে কলকাতায় গিয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

এদিন আয়কর দপ্তরের আধিকারিকরা বিষ্ণুপুরে পৌঁছেই দু’টি দলে ভাগ হয়ে একযোগে বিধায়ক পরিবারের চুড়ামনিপুরের রাইস মিল ও বাড়ি, মদের দোকান, কার্যালয় ও লজে হানা দেন। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা ভীতরেই রয়েছেন ও তল্লাশী অব্যাহত রয়েছে।