মহিলাদের হাত পাততে হবে না বাবার কাছে কিংবা স্বামীর কাছে।

0
148

আবদুল হাই, বাঁকুড়াঃ পুরুষ নারী একসঙ্গে এগিয়ে চলেছে দ্রুতগতিতে। নারীকে আর হাত পাততে হবে না বাবার কাছে কিংবা স্বামীর কাছে। পশ্চিমবঙ্গ সরকার এর উৎকর্ষ বাংলার অধীনস্থ পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে গোবিন্দপুর বাজারে।

১৮ বছরের ঊর্ধ্বে যেকোনও আগ্রহী মহিলা এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে সেখানে হচ্ছে সেলাই মেশিনে কাজ করা।
মহিলারা যাতে স্বনির্ভরতার আলো দেখতে পায় সেই কারণেই দক্ষতা উন্নয়নের মাধ্যমে উপার্জনের রাস্তা দেখাতে সরকারের এই উদ্যোগ।

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে উৎকর্ষ বাংলার এই সেলাই প্রশিক্ষণ শিবিরের শিক্ষিকা অর্পিতা কোনার জানান, “আমার অধীনে ৩৬ জন মহিলা সেলাই শিখছেন এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে।”

কর্মই ধর্ম! কোন কাজই ছোট নয়। যে কোন কাজ শিখে অর্থ উপার্জনের মধ্যে রয়েছে স্বাধীনতার ছোঁয়া। সেই স্বাধীনতার স্বাদ পেতে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে লুকিয়ে রয়েছে বাঁকুড়ার মহিলারা।