নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নেওয়া টাকা পরিশোধ না করায় এক ব্যক্তির সাড়ে তিন কাটা জমি সহ দ্বিতল বাড়ি দখল করল ব্যাংকের আধিকারিকরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের কাশ্যপপাড়া সংলগ্ন এলাকার। ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন, সব্যসাচী কীর্তন নামে এক ব্যক্তি গত পাঁচ বছর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেশ কয়েক লক্ষ টাকা ঋণ নেন, তারপর ওই অঞ্চলে একটি দ্বিতল বাড়ি তৈরি করেন, কিন্তু ব্যাংকের টাকা শোধ করেননি তিনি। এরপর মেয়াদ কেটে যাওয়ার পরে একাধিকবার ব্যাংকের পক্ষ থেকে তাকে নোটিশ জারি করা হয়, তবুও সেই নোটিশে কোনরকম জবাব দেননি সব্যসাচী কীর্তন। যদিও এইভাবে দীর্ঘদিন টালবাহানা চলার পর অবশেষে ব্যাংক কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হন, সেইমতো জমি সহ বাড়ি দখল করে নেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিন শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে জমি সহ দ্বিতল বাড়িটি দখল করে ব্যাংকের আধিকারিকরা। তবে এই ঘটনায় বাড়ির মালিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের দাবি, সরকারি নিয়মমাফিক ঋণ শোধ না করায় তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নেওয়া টাকা পরিশোধ না করায় এক ব্যক্তির সাড়ে...