শুদ্ধ মনোভাব না থাকলে মান-হুঁশ নামের প্রাণের দিশাহারা হতে হয়,
নিজ সম্বোধনে জ্ঞান,
আত্মা বা পরমাত্মাসম্বন্ধীয় জ্ঞান,
কুটিলতাবর্জিত হলে পবিত্র হৃদয়ের অধিকারী
হওয়া যায়-
এক সময় ধনবান ও ভূসম্পত্তি তদুপরি সজনের
চিত্ত অস্থিরতা তার কাছে হয়ে ওঠে যন্ত্রণাপূর্ণ।
অতিশয় লোলুপতা অভিলাষ ধীরে ধীরে মানসিক যন্ত্রণা হানে-
এই রিপু গুলো বড্ড বিষাক্ত-
ত্যাগ করাটাও ভীষণ কঠিন-
কিন্তু অর্ধচেতন মনে কখন যেন চলে আসে-
তখন কাল্পনিক কামনায় নির্জিত হতে হয়-
ঔ যে- নির্বোধ মন-
তাই পবিত্র হৃদয় ছাড়া বিশ্বচরাচর হয়ে ওঠে অপাংতেয়-মুঠোপরিমাণ ভস্ম-
এই অজ্ঞাতা জ্ঞানের অভাব থেকে সৃষ্ট।