কত্থক ঘরানা কে বালুরঘাট শহরে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে বালুরঘাট শহরের নৃত্যাঞ্জলি ডান্স সেন্টার।

0
166

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সংস্কৃতির শহর নামে পরিচিত বালুরঘাট শহর। এই শহরে যেমন নাটক ও নাট্যচর্চার একটি বিশেষ দিক রয়েছে তেমনি নৃত্য গীতেরও চর্চা রয়েছে এই শহরে। নৃত্য শিল্পের কত্থক ঘরানা কে বালুরঘাট শহরে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে বালুরঘাট শহরের নৃত্যাঞ্জলি ডান্স সেন্টার। সেই লক্ষ্যেই বালুরঘাট আর্ট গ্যালারিতে দুই দিনের কত্থক নৃত্যের ওপর কর্মশালার আয়োজন করল এই নৃত্য প্রশিক্ষণ শিবিরটি। যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য গুরু সুব্রত পন্ডিতের তত্ত্বাবধানে ৭০ থেকে ৮০ জন প্রশিক্ষনার্থি এই কর্মশালায় অংশগ্রহণ করছে। গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার এই দুদিন মিলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।