গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোডের BDO অফিসের সভাকক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0
412

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোডের BDO অফিসের সভাকক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়বেতা-৩ ব্লকের সৌজন্যে আয়োজিত সভা টিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক দিব্যেন্দু নাথ, সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপাঞ্জন ভট্রাচার্জ, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আই সি অপূর্ব কোলে, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সিনিয়র লিগ্যাল এসিস্ট্যান্ট কাজী মহম্মদ মুর্তজা। আই সি ডি এস কর্মী, স্ব সহায়ক দল, স্বাস্থ্য কর্মী ও ছাত্রীদের নিয়ে আয়োজিত সভাটিতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। সাইবার সিকিউরিটি, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিপদজনক দিক, নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা সহ আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে বিশদে আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনেকেই নানা ধরনের প্রশ্ন করেন ও তার উত্তর দেওয়া হয়।