দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করলেন বাঁকুড়া সদর ট্রাফিকের পুলিশের পক্ষ থেকে।

0
92

আবদুল হাই,বাঁকুড়া : মানুষের সচেতনতার অভাবে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করলেন বাঁকুড়া সদর ট্রাফিকের পুলিশের পক্ষ থেকে। এবার গান্ধিগিরির পথে হাঁটলো বাঁকুড়া
সদর ট্রাফিক এর পুলিশ কর্মীরা। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বাঁকুড়া ভৈরস্থান হয়ে কলেজ মোড় পর্যন্ত একটি মিছিল করে সাধারণ মানুষ কে সচেতন করলেন। বাঁকুড়া সদর ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে হেলমেট পরিহিত বাইক চালকদের রাস্তায় দাঁড় করিয়ে চকোলেট দিয়ে সম্বর্ধনা জানানো হলো। সাথে হেলমেট পরিহিত বাইক আরোহীদের সাধারণ মানুষের কাছে মাধ্যম হিসেবেও কিছুটা সচেতনতার পার্ট সেরে নিলেন পুলিশকর্মীরা। সকলের প্রচেষ্টায় যাতে দুর্ঘটনার সংখ্যা কমানো যায় তাই এই সচেতনতার উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশকর্মীরা।

এদিকে পুলিশের এই সচেতনতার পাঠকে স্বাগত জানিয়েছেন সচেতন বাইক আরোহীরাও।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ট্রাফিকের ডি, এস,পি সন্দীপ মাল,বাঁকুড়া সদর ট্রাফিক আই, সি মানস চাটার্জী ও ট্রাফিক ওসি রাজেন বাউরি ছাড়াও ট্রাফিক পুলিশ কর্মীরা।