আবদুল হাই, বাঁকুড়াঃ- নাচের জগতে বাঁকুড়ায় ছাপ রাখার পর এক সর্বভারতীয় রিয়ালিটি শো এর সিজন-১০ গোল্ডেন গার্লস নিত্য টিমের সঙ্গে কোরিওগ্রাফার সম্রাট ও মিঠুন স্যারের হাত ধরে পারফর্ম করার দরজা খুলে যায় ইন্ডিয়ান গট ট্যালেন্টে, উল্লেখযোগ্য বিচারকের আসনে ছিলেন বলিউড তারকা শিল্পা শেঠি, কিরণ খের, বাদশা, ফারা খান, নেহা কক্কর, আয়ুষ্মান খুরানা, রবি তেজা, আয়েশা জুলকার, করন জোহান। এই সকল বিখ্যাত সেলিব্রিটিদের সঙ্গে ট্রেজ শেয়ার করার সুযোগ পায় এবং প্রশংসিত হয় রোশনি। মধ্যবিত্ত পরিবার থেকে বিশেষ করে বাঁকুড়া থেকে সর্বভারতীয় রিয়ালিটি ট্রেজে পৌঁছে যাওয়ার গল্পটা খুব একটা সহজ নয়। কিন্তু কঠিন অধ্যবসায় এবং মানসিক জোরে রোশনি এই অসাধ্য সাধন করে। অবশ্য নাচের তালিম নেওয়া শুরু তার মায়ের কাছ থেকে কারণ মা একজন নৃত্যশিল্পী, তিনি নীতাঞ্জলি নৃত্য শিক্ষিকাও আর সেখান থেকেই নৃত্যের তালিম রোশনির। পরবর্তীকালে তার দিদি চাঁদনীদের কাছে নিত্য শিক্ষা আর এভাবেই গুটিগুটি পায়ে এগিয়ে যাওয়া। নৃত্য ছাড়াও ক্রিকেট,গান, অভিনয় সহ বহুমুখী প্রতিভার অধিকারী রোশনি।আজ রোশনির জন্য গর্বিত শুধু তার পরিবার পরিজন নয়, গর্বিত বাঁকুড়াবাসীও।