মৃতদেহ পাচারের চেষ্টায় থাকা ৭ জন আটক।

0
230

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যেরই একটি সরকারি হাসপাতাল থেকে মৃতদেহ পাচারের চেষ্টার ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্যেরই এক মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ইতিমধ্যেই এই ঘটনায় মৃতদেহ বহনকারী গাড়ির চালক সহ ৭ জনকে হাতেনাতে ধরে ফলেছেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। পাকড়াওয়ের তালিকায় মেডিক্যাল কলেজের চার কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনা এখন জোর চর্চায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের মৃতদেহ রাখার ঘর থেকে তিনটি দেহ লোপাট করা হচ্ছিল। মৃতদেহ বহনকারী গাড়িতে করে ওই দেহগুলি পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। দেহ পাচারের আগেই গোটা বিষয়টি ফাঁস হয়ে যায়। হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তিনটি মৃতদেহ-সহ গাড়িটি হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়ে যায় মৃতদেহ পাচারের চেষ্টায় থাকা ৭ জনই।
খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছায় মেডিক্যাল কলেজে। পুলিশ মৃতদেহ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেডিক্যাল কলেজের চার কর্মী-সহ মৃতদেহ বহনকারী ৩ জনকে আটক করে।
আটক ব্যক্তিদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করেছে বর্ধমান থানার পুলিশ।