নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী স্লোগান তুলেছিলেন ভোকাল ফর লোকাল। লোকাল জিনিস যাতে অন্যত্র বিক্রি হয়, দেশীয় জিনিস যাতে পাল্লা দিতে পারে সেই জন্যই প্রধানমন্ত্রী স্লোগান তুলেছিলেন লোকাল ফর ভোকাল। আর এই কর্মসূচিতে বৃহস্পতিবার রানাঘাটে এলেন বিজেপির সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কবিরাজ প্লট নামে একটি গ্রামে তিনি যান সকলের সঙ্গে কথা বলেন। রানাঘাটে লোকাল ফর ভোকাল কর্মসূচিতে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা স্থানীয় বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা লোকাল ফর ভোকাল, এই কর্মসূচিতে বৃহস্পতিবার রানাঘাটে এলেন বিজেপির সহ-সভাপতি সাংসদ দিলীপ...