পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-কার্ডিয়াক সার্জেন এবং ভাইস চেয়ারম্যান এম ই ডি আই সি এ সুপার স্পেশালিটি হাসপাতাল ডক্টর কুণাল সরকার সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। ডক্টর কুনাল সরকার বলেন 2018 থেকে যে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প চলছে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজ্য সরকারের এই রূপ চিন্তাভাবনা খুবই বড় একটা পদক্ষেপ। এবার ১১ কোটি মানুষকে চিকিৎসা দিতে গেলে অনেক টাকা-পয়সার দরকার আর তাতে অনেকটা চাপ পড়বে সরকারের ওপর। আপনারা জানেন সরকারের একটা অর্থনৈতিক সমস্যা আছে রাজ্যের ঘাড়ে বেশ কিছু লোন আছে যত দিন যাচ্ছে হয়তো আরও বেশি লোন করতে হচ্ছে রাজ্য সরকারকে। ইদানিং আমাদের কানে আসছে কেন্দ্রের কাছে কয়েক হাজার কোটি টাকা পাওনা রাজ্য সরকারের। সবকিছু মিলিয়ে রাজ্যের যে রাজস্ব তাতে টানাটানি চলছে এটা বলার অপেক্ষা রাখেনা। আর সেই পরিপ্রেক্ষিতে ১১ কোটি মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া সহজ ব্যাপার নয়। সব চিকিৎসা স্বাস্থ্য সাথীতে দেওয়া অনেকটাই চাপের ব্যাপার বেশ কিছু হাসপাতাল ও বেশ কিছু নার্সিংহোমের ক্ষেত্রে।