নিজস্ব সংবাদদাতা, গুড়াপ : – মোটর বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত মটর বাইক চালক। ঘটনাটি ঘটে গুড়াপের টাকিপুরের কাছে। প্রত্যক্ষদর্শী বিবরণ থেকে জানা যায় ট্রেকার এবং বাসের সঙ্গে রেষারেষিতে এমন দুর্ঘটনা। বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। বাসটি গুড়াপের দিক থেকে অতি দ্রুত গতিতে আসার ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাইক আরোহীকে উদ্ধার করে ধনেখালি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।বাইক চালকের বাড়ি গোপীনাথপুর জামদারা এলাকায়। আহত বাইক চালকের নাম হারাধন দাস, বয়স আনুমানিক ৪২ বছর। উনি গুড়াপ রমনীকান্ত ইনস্টিটিউশনের ভূগোলের শিক্ষক । গুরুতর জখম অবস্থায় বাইক চালককে ধনেখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালক হেলমেট পরে থাকলে হয়তো এভাবে তার মৃত্যু হতো না বলেই অভিমত স্থানীয় প্রত্যক্ষদর্শী সাধারণ নাগরিকদের।