কালী মায়ের চরণে পুজো দিতে গিয়ে অগ্নিদগ্ধ হল এক গৃহবধূ।

0
357

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কালী মায়ের চরণে পুজো দিতে গিয়ে অগ্নিদগ্ধ হল এক গৃহবধূ। মোমবাতি জ্বালিয়ে আরতী করার সময় ঘটে এই দুর্ঘটনা। জানা যায় আহত গৃহবধূর নাম মৌসুমী সাহা, আনুমানিক ৩২ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুর গোপালপুর গার্ডেন সংলগ্ন এলাকায়। স্বামী স্বপন সাহা জানান, দুপুর ১২ টার সময় তার স্ত্রী পুজো দেবে বলে প্রথমে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়িতে গিয়ে পুজো দেন। এরপর শান্তিপুরের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতার কাছেও পুজো দেন ওই গৃহবধূ। পরবর্তীতে শান্তিপুরের আরো এক ঐতিহ্যবাহী মহিষখাগী কালীমাতার কাছে পুজো দিতে যান তিনি, এরপরেই ঘটে যায় দুর্ঘটনা। মোমবাতি জ্বালিয়ে আরতি করার সময় কারণবশত তার শাড়ির আঁচলে আগুন ধরে যায়, যদিও অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণ করে মন্দিরে উপস্থিত দর্শনার্থী থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। সাথে সাথেই ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায় ওই গৃহবধুর শরীরের বিভিন্ন অংশ অনেকটাই পুড়ে যায়, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। তবে এই বিশেষ দিনে গৃহবধূ মৌসুমী সাহার সাথে যে এই দুর্ঘটনা ঘটবে তা ভাবতেই পারছেন না তার স্বামী। তবে না বললেই, নয় পুজো দিন ঈশ্বরের কাছে করুন প্রার্থনা, কিন্তু সতর্ক থাকাটাও বিশেষ প্রয়োজন, কারণ দুর্ঘটনা কখন যে ঘটবে তা কারোরই জানা থাকে না। তবে এই ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে মাতা মহিষখাগী দেবীর পুজো উদ্যোক্তারা।