জাল নোট সমেত গ্রেপ্তার এক ব্যক্তি।

0
329

নিজস্ব সংবাদদাতা, বীজপুর : – জাল নোট সমেত গ্রেপ্তার এক ব্যক্তি। নোট পরিবর্তন করেও সরকারের রেহাই নেই আবার জাল নোট সমেত এক ব্যক্তি গ্রেপ্তার হলেন প্রশাসনের তৎপরতায় । ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া গান্ধীমোড়ে বীজপুর থানার পুলিশের তৎপরতায় জাল নোট সমেত গ্রেপ্তার ১ ব্যক্তি। অভিযুক্তর থেকে ৪০০০ টাকার জাল নোট উদ্ধার হয়। অভিযুক্ত শহিদুল মণ্ডল (৪০) বড় জাগুলি হরিণঘাটার বাসিন্দা। আজ অভিযুক্তকে ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।