“মানুষের মধ্যেই ঈশ্বর আছেন” মানবদেহী মায়ের পুজোর মধ্যেই শ্যামা মায়ের আরাধনা।

0
334

আবদুল হাই, বাঁকুড়াঃ আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ, শক্তির আরাধনায় অভিনব সব থিমের মাঝেও এক বিরল চিত্র উঠে এলো আমাদের সাংবাদিকের ক্যামেরায়।
আমরা সাধারণত এটা দেখেছি যে দেবী দুর্গা পূজার সময় একটা বিশেষ তিথিতে কুমারী পুজো হয় কিন্তু পরিবারের মাকে কিম্বা পরিবারের সবচেয়ে বয়স্ক নারীকে শ্যামা রূপে পুজো এরকম ঘটানার সাক্ষী হয়তো রাজ্য তথা দেশে নেই বলেই উল্লেখ করা যেতে পারে। স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী,- “জীবে প্রেম করে যেই জন সেই জন ই সেবিছে ঈশ্বর” সার্থক রূপায়ণ বাঁকুড়া জেলার ইন্দাসের মির্জাপুরে সাঁতরা বাড়ির পারিবারিক পুজোতে।
মন্দির ,মসজিদ ,গির্জায় ঈশ্বর আছে কি নেই সেই নিয়ে আছে বিতর্ক কিন্তু মানুষের মধ্যেই যে ঈশ্বর আছে সেই বিশ্বাস থেকেই বংশ পরস্পরায় জীবন্ত মায়ের পুজো হয়ে আসছে সাঁতরার পরিবারে।