চিরাচরিত প্রথা মেনে ইস্কন মায়াপুরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো অন্নকূট মহোৎসব।

0
196

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চিরাচরিত প্রথা মেনে ইস্কন মায়াপুরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো অন্নকূট মহোৎসব। প্রায় সাত ফুট অন্নে ফুটে ওঠলো গিরিরাজের মুখমন্ডল। উপস্থিত দেশ বিদেশের অসংখ্য ভক্ত। শারদীয়া দূর্গোৎসবের রেশ শেষ হতেই সকলে মেতে উঠেছে আলোর উৎসব দীপাবলি তথা কালি পুজোয়। আর মঙ্গলবার তিথি বা পঞ্জিকা মতে দিনটি অন্নকূট মহোৎসব তথা গিরি গোবর্ধন উৎসবের। আর এই মাঙ্গলিক অনুষ্ঠানে অন্যান্য জায়গার পাশাপাশি মহাসমারোহে মেতে উঠেছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর ও নবদ্বীপ শহরের সকল মঠ মন্দির সহ গৃহস্থের ঘরে ঘরেও।

এদিন ইস্কন মায়াপুরে ভোরে মঙ্গল আরতি মধ্যে দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের।

তার পর চলে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বেলা আনুমানিক এগারোটায় (১১), অনুষ্ঠিত হয় অভিষেক, পাশাপাশি দিনভর চলে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশ বিদেশের বিভিন্ন পদের অন্নব্যঞ্জন সহকারে প্রায় সাত(৭) ফুট উচ্চতার অন্ন দিয়ে গিরি গোবর্ধনের মুখমন্ডল ফুটিয়ে তুলে বিশেষ পুজা অর্চনার আয়োজন আয়োজিত হয়।

ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এই অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন পদের রান্না যেমন করা হয়, পাশাপাশি ইস্কন ভক্তরাও রান্না করে এনে গিরি গোর্বধনকে ভোগ নিবেদন করে,

এই উৎসবকে ঘিরে জাতি, ধর্ম, বর্নের ভেদাভেদ ভুলে মিলিত হয় দেশ বিদেশের অসংখ্য ভক্ত সহ সাধারণ মানুষ।

অনুষ্ঠানকে ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তা, অনুষ্ঠান শেষে কুড়ি হাজার ভক্ত দের জন্য করা হয় প্রসাদের ব্যাবস্থাও।

সব মিলিয়ে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি নির্বিঘ্নে মহাসমারোহে পালিত হলো এ বছরের ইস্কন মায়াপুরের অন্নকূট মহোৎসব অনুষ্ঠান।