নিজস্ব সংবাদদাতা, মালদা: – আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন কর্মসূচি। প্রতিবছরের ন্যায় এবছরও শিশু সুরক্ষা ইউনিট মালদার উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়। এই মর্মে মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে দুটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে এই দুটি ট্যাবলো শহর এবং গ্রাম গঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিশু সুরক্ষা,বাল্যবিবাহ রোধ করার সহ বিভিন্ন বিষয়কে সচেতন করবে সাধারণ মানুষকে।
Home রাজ্য উত্তর বাংলা শিশু সুরক্ষা ইউনিট মালদার উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়।