সম্পূর্ণ হলো শান্তিপুরের ঐতিহ্যবাহী কালীপুজোর শোভাযাত্রা।

0
173

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্পূর্ণ হলো শান্তিপুরের ঐতিহ্যবাহী কালীপুজোর শোভাযাত্রা। জানা যায় শান্তিপুরের রাজপথে শতাধিক কালী প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। যার মধ্যে অন্যতম শান্তিপুরের ঐতিহ্যবাহী মাতা আগমেশ্বরী ও মহিষখাগী কালীপ্রতিমা। এই দুই প্রতিমাকে একবার দর্শন করার জন্য হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় শান্তিপুরের রাজপথ সহ প্রতিমা নিরঞ্জন ঘাটে। জানা যায় এ বছর শান্তিপুর মতিগঞ্জ প্রতিমা নিরঞ্জন ঘাট পৌরসভার পক্ষ থেকে এক মনোরম ভাবে সাজানো হয়,যা কালীপুজোর শোভাযাত্রায় আরো এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে, পাশাপাশি শান্তিপুরের আরো বেশ কিছু ঐতিহ্যবাহী ডাকাতে কালী থেকে শুরু করে শ্যামা কালী শোভাযাত্রায় অংশগ্রহণ করে। মন কারানো বামা কালীর নাচ আরো এক ঐতিহ্য রয়েছে এই শোভাযাত্রায়। একপ্রকার বলা যেতেই পারে শান্তিপুরের কালী পূজার শোভাযাত্রায় এ বছর জন প্লাবন বয়ে যায়।