অভিনব ভাইফোটার আয়োজন করল বালুরঘাটের পথের দিশা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

0
317

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এক অভিনব ভাইফোটার আয়োজন করল বালুরঘাটের পথের দিশা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বালুরঘাটের CNI চার্চে আদিবাসী সম্প্রদায়ের 25 জন শিশু রয়েছে যাদের মধ্যে বেশিরভাগ শিশুই অনাথ কারো কারো বাবা আছে মা নেই, কিংবা মা আছে বাবা নেই। এবং এমনও কিছু শিশু আছে যাদের বাবা-মা ভিন রাজ্যে কাজ করতে গেছে এই শিশুদের এই চার্চের আবাসিক হিসেবে দেখে। এই অবুঝ শিশুরা যাতে ভাইফোঁটার আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে পথের দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়। এদিন পথের দিশার ফাউন্ডেশনের মহিলা সদস্যরা CNI চার্চে আবাসিক বালকদের ভাইফোঁটা দেন। পাশাপাশি CNI চার্চে আবাসিক বালিকারা পথের দিশা ফাউন্ডেশন এর পুরুষ সদস্যদের ভাইফোঁটা দেন। এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বাইট গার্গী বিশ্বাস সদস্যা পথের দিশা ফাউন্ডেশন