পঁঞ্চাশ বছর পরে ব‍্যারিকেড কে কেন ভয় পাচ্ছে শাসকদল এমনই প্রশ্ন উঠে আসছে।

0
187

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ থেকে পঁঞ্চাশ বছর আগে উৎপল দত্ত তৈরী করেছিলেন ব‍্যারিকেড।নিজের লেখা ও নিজেই অভিনয় করেছিলেন। তাহলে পঁঞ্চাশ বছর পরে এই ব‍্যারিকেড কে কেন ভয় পাচ্ছে শাসকদল এমনই প্রশ্ন উঠে আসছে।
একের পর এক নাটকের যবনিকা শেষ করে চাইছে বর্তমান সরকারের পৌরসভার পক্ষ থেকে।গত ২০২৪ সালে ২৩ শে জানুয়ারি ব‍্যারিকেট নাটক টি মঞ্চস্থ হওয়ার কথা ছিল নবদ্বীপ পৌরসভার হলে। অদৃশ্য আঙ্গুলের ইশারায় বন্ধ। কতদিন এই ভাবে নাট‍্যজনের নাটকগুলি বন্ধ করবে বা করতে দেবেনা এই প্রশ্ন উঠে আসছে।সমাজের মূল সমস‍্যা এই ব‍্যারিকেট নাটকের মাধ্যমে তুলে ধরতে চাইছে ন‍াট‍্যজনের সম্পাদক সুমন পাল।সেই তুলে ধরাটায় গাত্রদহ হয়ে উঠেছে শাসক দলের কাছে।যে কোন প্রকারে এই নাটক বন্ধ করতে বদ্ধ পরিকর।সুদুর বাংলাদেশের চট্টগ্রামে রয়েছেন নাট‍্যজনের সম্পাদক সুমন পাল। থিয়েটারে কাজে রয়েছেন,সেখান থেকে আমাদের প্রতিনিধি কে জানালেন,সেখানে নবদ্বীপের সায়ক দল এই পরিচিত পুরাতন দলটি একটি একদিনের উৎসব আয়োজন করে। এবং সেখান থেকে তারা জানিয়েছিলেন আমাদের ব্যারিকেড টা ২৩ শে জানুয়ারি আমাদের মঞ্চস্থ করতে হবে। আমরা সেই সময় বাইরে ছিলাম। পরে জানতে পারি যে পৌরসভা থেকে জানিয়েছে এই ব্যারিকেড নাটকটি বন্ধ করতে হবে। কিছুদিন আগেও কল্যাণী ঋত্বিক সদনে আমাদের একটি উৎসবে আমরা ব্যারিকেট নাটকটি করব সিদ্ধান্তে উপনীত ছিলাম। কিন্তু সেখানেও বাতিল করে দেওয়া হয় নাটকটিকে, কেন আমরা বারবার এই পরিস্থিতির মধ্যে পরছি, কেন ব্যারিকেট নাটকটি বন্ধ করা হচ্ছে যেহেতু সেখানে সরকারি অনুষ্ঠান হচ্ছে।আমরা যেখানেই এই নাটকটি করতে আছি সেখানেই বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে কোন অশুভ শক্তির নজর লেগেছে। আপনারা কি চান আমাদের নাটকের দল টা বন্ধ হয়ে যাক। সরকারি অনুমোদনের জন্য আবেদন করেছি, কিন্তু কোনরকম সারা পাইনি।