কার্তিকের দ্বিতীয়াতে
দীপাবলির শেষে
ভাইফোঁটায় শাঁখের সুর
আকাশে বাতাসে মেশে।
বছর ঘুরে আবার আসে
ভাইফোঁটার দিন
স্বপ্নগুলো সাজায়ে ডালি
আনন্দে রঙিন।
ভাইয়ের জন্য নিষ্ঠা ভরে
উপোস করে থাকা
ফুল-চন্দন বাটায় করে
যত্নে সাজিয়ে রাখা।
ভাইটি যেন অমর থাকে
প্রার্থনা ভরা মন
যমের দুয়ারে পড়লো কাঁটা
সুগন্ধি চন্দন।
উপহারের দেয়া নেয়া
খুশিতে ভরা বুক
শুভেচ্ছা আর শুভকামনা
সাথে মিষ্টি মুখ।
ভ্রাতৃত্বের এই বন্ধন
অক্ষয় হয়ে থাক
মিলে মিশে ভালোবেসে
জীবন বয়ে যাক।
মন ফাগুনের এমন রীতি
আসুক ফিরে ফিরে
ভাই বোনের মিলন গান
বাজুক মধুর সুরে।