জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- হোমের চার দেওয়ালের মধ্যেই ভাই ফোটার আনন্দ উপভোগ করলো জলপাইগুড়ি কোরক হোমের আবাসিক কিশোর রা।১২ জন বাংলাদেশী কিশোর সহ ১১৩ জন আবাসিক ভাইয়ের কপালে ফোটা দিয়ে মঙ্গল কামনা করলো স্থানীয় বোনারা।এদের মধ্যে মায়ানমারের ৪ জন এবং নেপালের ২ জন কিশোর আবাসিক রয়েছে। গত ২০ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হোমের আবাসিক কিশোরদের জন্য ভাইফোঁটা র আয়োজক করে চলেছে জলপাইগুড়ির একটি সেচ্ছাসেবী সংগঠন।উপস্থিত ছিলেন হোমের সুপার গৌতম দাস সহ প্রশাসনের পদস্ত আধিকারিকরা।