নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- দূর্গা পুজো লক্ষ্মীপুজো কালীপুজো ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে সুষ্ঠুভাবে। প্রতীক্ষায় জগদ্ধাত্রীর। তবে আসন্ন জগৎ বিখ্যাত রাস উপলক্ষে পুজো উদ্যোক্তারা তৎপর হয়েছেন বেশ কয়েক মাস আগে থেকেই। শ্রেষ্ঠ মণ্ডপূজা প্রতিমা শোভাযাত্রা আলোকসজ্জা চূড়ান্ত হয়েছে। বেশকিছু জায়গায় খুঁটি কিংবা পাট পুজোর মধ্যে দিয়ে তার কাজকর্মও শুরু হয়ে গেছে। তবে প্রশাসনের কাছে সুষ্ঠভাবে শোভাযাত্রা পরিচালনা করা একটা চ্যালেঞ্জ। তবে চলতি বছরে বিভিন্ন উৎসবে তা সফল হয়েছে। জগদ্ধাত্রী এবং রাস তাদের কাছে চূড়ান্ত পরীক্ষা। তবে এক্ষেত্রে শুধুমাত্র প্রশাসন নয় দমকল দপ্তর বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে শান্তিপুর থানা কেবল অপারেটর শান্তিপুর পৌরসভা এবং বিধায়কের নানা বিধ ব্যবস্থা নিয়মিত যোগাযোগ এবং তদারকিতে সর্বোপরি সাধারণ মানুষজন এবং বিশেষ করে পূজো উদ্যোক্তাদের সদিচ্ছায় তা সফল হতে পারে। তাই ইতিমধ্যেই দুদিন আগে শান্তিপুর থানায় এক প্রস্থ প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনা সিদ্ধান্ত অনুযায়ী আজ শোভাযাত্রার সমগ্র রাস্তা পর্যবেক্ষণ করতে বের হন সকল দপ্তরের প্রতিনিধিরা সমবেতভাবে। পথে ইলেকট্রিক পোল এবং কেবল তার নিকাশি ব্যবস্থা সংক্রান্ত নানান সমস্যা লিপিবদ্ধ করেন তারা, কোন কোন ক্ষেত্রে রাস্তার পাশে বসত বাড়ির অবৈধ নির্মাণ সম্পর্কিত বিষয়েও তাদের সতর্ক করা হয়।
চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, এরপরেও তাদের এই পর্যবেক্ষণ চলবে লাগাতার ভাবে। জগত বিখ্যাত রাস উপলক্ষে শান্তিপুরের সমস্ত নাগরিক তো বটেই তাদের আত্মীয় পরিজন এবং জেলা রাজ্য দেশের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ এবং দর্শনার্থীর আগমন ঘটে তাই তাদের কাছে একটি সার্বিক সুষ্ঠ সুন্দর শোভাযাত্রা তুলে দিতে আমরা বদ্ধপরিকর। রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর ফলে, শোভাযাত্রা রাস্তার বেশ কিছু অংশ চওড়া হয়েছে যা অনেকটাই সুবিধাজনক। অন্যদিকে রাস্তা কিছুটা উঁচু করার ফলে উচ্চতা কমেছে ইলেকট্রিক পোলের সেক্ষেত্রে একটা সমস্যা, যদিও বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যেই তা নিয়ে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন বলেই জানিয়েছেন আমাদের।
Home রাজ্য দক্ষিণ বাংলা আসন্ন জগত বিখ্যাত রাস উপলক্ষে শান্তিপুরের শোভাযাত্রা রাস্তা প্রশাসনিক পর্যবেক্ষণ।