দীঘায় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এলাকা পরিদর্শন করলেন ডি এম তানবির আফজল।

0
307

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকিং। সমুদ্র স্নানে ইতি মধ্যেই বাধা দেওয়া হচ্ছে পর্যটকদের। ঘূর্ণিঝড়ের আই বাংলাদেশের দিকে চলে গেলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল ও বৃষ্টি হতে পারে তার জন্য প্রশাসনিক বৈঠক হলো ডি এস ডি এতে। ডিএম তানভীর অফজল ও রামনগর ১ ব্লক প্রশাসন এই বৈঠকে উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার সুমুদ্র সমুদ্র সৈকত দীঘায় স্বয়ং খোদ জেলাশাসক নিজে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এসে সর জমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।সমুদ্র স্নানে নেমে পর্যটকরা যাতে অপ্রীতিকর পরিস্থিতি সম্মুখীন না হয় তার জন্য সমুদ্র স্নান থেকে তুলে দেওয়া হয় পর্যটকদের। প্রশাসনের তরফ থেকে ঝড় এলে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা শাসক। নিচু এলাকায় যে সকল বাসিন্দারা রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যদিও বর্তমানে আবহাওয়া অনেক টাই উন্নত রয়েছে দীঘা এলাকায়। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা দীঘা ভ্রমণে এসে সমুদ্র স্নান করতে না পেরে হতাশ। নিউ দীঘা ওল্ড দিঘা সমুদ্র সৈকতে স্নানঘাট গুলি দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে চলছে পুলিশি টহল দারি। পরবর্তী কোনো ইতিবাচক আপডেট না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।