আদিবাসী বৃদ্ধকে খুনের অভিযোগ দ: দিনাজপুরের হরিরামপুরে, এতদিন পরে দেহ কবর থেকে তুলে ময়না তদন্তে পাঠালে পুলিশ।

0
310

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এক আদিবাসী বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল । বাড়ি হরিরামপুর ব্লকের গৌড়দিঘি গ্রামে। ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে মাটিতে কবর দেবার পর আজ দুপুরে কবর থেকে ওঠানো হল মৃতদেহ। মৃতের নাম কুদেই সরেন (৬৬ )বছর। বড় ছেলে সাহেব সরেন বলেছেন গত পরশু সকালে গৌড়দিঘির পশ্চিম পাড়ে
বুড়ি মেলা দেখতে যান। বাবাকে গুরুতরভাবে আহত অবস্থায় বুড়ি মেলার রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখি। খবর পেয়ে বাবাকে ওই অবস্থাতেই বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার কিছুক্ষন পরেই মৃত্যু হয় বাবার। প্রতিবেশীদের সঙ্গে নিয়ে বাড়ির পাশেই কুদেই সরেনকে বিকেল নাগাদ কবর দিয়ে দেন পরিবারের লোকজন। তিনি বলেন বাবাকে প্রচন্ড মারধোর করার ফলেই মৃত্যু হয়েছে। ওই ঘটনায় যুক্ত মানিকুল ইসলামকে অবিলম্বে পুলিশ গ্রেফতার করুক এই দাবি তুলেছেন পরিবারের লোকজন। ছোট ছেলে মানিক সরেন বলেন গতকাল সকালে লোকমুখে জানতে পারি বাবাকে পাশের মালিয়ান দিঘি হঠাৎ পাড়ার মানিকুল ইসলাম নামে এক ব্যক্তি প্রচন্ড মারধর করে। এরপর তাঁকে মেরে মাটিতে ফেলে পালিয়ে যায় মানিকুল ইসলাম। গতকাল বিকেলে মানিকুলের বিরুদ্ধে হরিরামপুর থানায় কুদেই সরেনকে খুনের অভিযোগ লিখিত আকারে থানায় জমা দেন মৃত কুদেই সরেনের বড় ছেলে সাহেব সরেন ও ছোট ছেলে মানিক সরেন । আজ মৃতদেহ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানোর আবেদনও করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপর দুপুর নাগাদ গৌড়দিঘি পাড়ে কবর থেকে কুদেই সরেনের মৃতদেহ ওঠানোর জন্য ঘটনাস্থলে আসেন এসডিপিও দ্বীপাঞ্জন ভট্টাচার্য আইসি অভিষেক তালুকদার। এসডিপিও দ্বীপাঞ্জন ভট্টাচার্য বলেন ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে গৌড়দিঘির পূর্ব পাড়ের বাসিন্দা কুদেই সরেনের মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে। আগামীকাল বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকেই অভিযুক্ত মানিকুল ইসলাম পলাতক ।