মালদহের বামনগোলা ব্লকের,গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের, মালডাঙা গ্রামের, এক মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে আসলো।

0
113

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খাটিয়াই দড়ি বেধে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে,এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম,মালদহের বামনগোলা ব্লকের,গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের, মালডাঙা গ্রামের, এই মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে আসলো।সূত্রের খবর, ওই গ্রামেরই গৃহবধূ মামনি রায় (১৯)। বছর কয়েক আগে এলাকার বাসিন্দা কার্তিক রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মামনির। সম্প্রতি তিনি জ্বরে ভুগছিলেন বলে খবর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এলাকার বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় করেন। খাটিয়াতে শুইয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি মামনিকে। বাড়িতে তাঁর ২ বছরের এক সন্তানও রয়েছে।রাস্তার খারাপে জন্য প্রাণ হারালো ১৯ বছর বয়সে মামনি রায়,হসপিটালে ফোন করলে অ্যাম্বুলেন্স রাস্তা খারাপের জন্য আসতে চাইনি সেই পরিপ্রেক্ষিতে কোন বুদ্ধি না পেয়ে পরিবারের লোকেরা খাটিয়াতে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়।জানা গেছে রাস্তার জন্য বিডিও অফিসে বহুবার গেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তা হয়নি।সেই পরিস্থিতিতে ফাটিয়ে করে নিয়ে যেতে হয় রোগীকে। এইবিষয়ে তৃনমুল কংগ্রেসের জেলা সহ সভাপতি তিনি জানান এই ঘটনা আমার জানা নেই সঠিক ভাবে রাজ্য সরকার যেভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন এরকম কোন ঘটনা ঘটার কথা নয় যদি ঘটে থাকে তাহলে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি বিজেপির তরফে বিনা কীর্তনীয়া, ও বিজেপির তরফে, বলেন এত এত রাস্তা হচ্ছে পথশ্রী কোথায় এই পথশ্রী রাস্তা হয়েছে কিন্তু কোথায় হয়েছে বামনগোলের রাস্তা রাস্তা হল মধ্যযুগীয় বর্বরতার এমন ছবি দেখতে হতো না ১৯ বছরে মাকে প্রাণ হারাতে হতো না।