রাত পোহালেই বিশ্বকাপ জয়ের হাতছানি! সকলের স্বপ্নের জালে শুধুই জয়, নদীয়ার শিল্পী তুহিন পেট দিয়ে এঁকে চলেছেন জয়ের গুরু দায়িত্ব সামলানো মোঃ সামিমের ছবি।

0
326

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-রাত পোহালেই বিশ্বকাপ, সমাজের সব স্তরের ভারতের ১৩৫ কোটি মানুষের স্বপ্নের জালে শুধুই বিশ্বকাপ জয়। যার নেপথ্যে অন্যতম নাম মোঃ শামীম। আর সেই মোহাম্মদ শামীমের ছবি এঁকে চলেছেন নদীয়ার এক শিল্পী তুহিন। ভাবছেন এ আর নতুন কি এমন! অঙ্কন শিল্পীরা তাদের হাতের ছোঁয়ায় অসাধারণ করে তোলেন এতো খুব স্বাভাবিক ব্যাপার।
কিন্তূ আপনারা দেখে অবাক হবেন কিংবা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না দুহাত ছাড়াও পেট দিয়ে ছবি আঁকছে শিল্পী ।
কথাটা অনেকে শুনে বিশ্বাস করেননি ওই শিল্পী কে দেখার জন্য এবং বিস্ময় ঘটনা শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য ভিড় করেছেন অনেক ক্রীড়া প্রেমী মানুষজন। নদীয়া জেলার চাপরা বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডল ছোট থেকে বাবার কাছে তার আঁকা শেখা। তবে সেভাবে কোন শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেনি নিজের চেষ্টায় সে শিল্পী হিসাবে হাতে পারদর্শী হওয়ার পর পেটকে নিয়ন্ত্রণ করেছে রং তুলির ক্যানভাসে ।
এর আগে বিভিন্ন টিভি শো থেকে নানা প্রতিযোগিতায় সে সফল। এই আঁকা কে পেশা হিসেবে ধরে নিয়েছে তুহিন মণ্ডল। তবে এবার বিশ্বকাপের প্রাক্কালে একজন দেশবাসী হিসেবে সর্বোপরি একজন শিল্পী হিসাবে আগামী কালকের প্রার্থনা স্বরূপ তার এই প্রচেষ্টা বলেই তিনি জানিয়েছেন।