ইন্ডিয়ার সাফল্য কামনায় আপামর দেশবাসী নিজ নিজ ভাবে প্রার্থনা জানাচ্ছেন।

0
427

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-আর কিছু সময় পরেই ক্রিকেট বিশ্বকাপের মহারণে গুজরাটের আমেদাবাদে পরস্পর পরস্পরে প্রতিদ্বন্দ্বিতায় নামবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া।আর সেই প্রতিযোগিতায় ইন্ডিয়ার সাফল্য কামনায় আপামর দেশবাসী নিজ নিজ ভাবে প্রার্থনা জানাচ্ছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পারদ ক্রিকেট জ্বরের চরেছে সপ্তমে । আর সেই উন্মাদনা কে সঙ্গী করে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়ার সাফল্য কামনায়। একটি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল বালুরঘাটের সিংহ ইন্ডিয়ান ক্রিকেট একাডেমি। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী, উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার কাউন্সিলর বিপ্লব খাঁ, উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব সম্পাদক অনুপ সান্যাল, সভাপতি শংকর দাস সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠান সামাজিক, রাজনৈতিক সীমারেখাকে ছিন্ন করে আপামর ভারতবাসীর উৎসবে পরিণত হয়েছিল। এখানে তৃণমূল,বিজেপি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলির মেলবন্ধনে সামগ্রিক অনুষ্ঠানের রূপান্তরিত হয়েছিল। উপস্থিত সকলেই শুধুই ভারতবাসী তারা সকলেই ভারতের জয়ের কামনায় প্রার্থনা করলেন আজ।