দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সিনেমার শো বন্ধ করে সিনেমা হলে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখানোর হচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরে। আজ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা। ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। ফাইনাল হলেও গোটা দেশের মতো দুবরাজপুরও কাঁপছে বিশ্বকাপ জ্বরে। বিশ্বকাপে এদিন ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা বীরভূম জেলার দুবরাজপুরের বীনাপানি সিনেমা হলে দেখানো হচ্ছে ক্রিকেট প্রেমীদের। তাও আবার ১০০ টাকার টিকিটের বিনিময়ে। কিন্তু দেশের কাছে টাকা কিছু নয় এমনটাই প্রমাণ করে দেখালেন ক্রিকেট প্রেমীরা। উল্লেখ্য, কয়েকদিন থেকে এই সিনেমা হলে সালমান খানের টাইগার থ্রী সিনেমা চলছে। কিন্তু ক্রিকেট প্রেমীদের অনুরোধে আজ এই সিনেমার শো বন্ধ করে বিশ্বকাপ খেলা দেখানোর সিদ্ধান্ত নেয় বীনাপানি সিনেমা হল কর্তৃপক্ষ বলে জানান বীনাপানি সিনেমা হলের ম্যানেজার প্রবীর মাহাতা। তিনি আরও জানান, বহু জায়গায় আজকে বিশ্বকাপ খেলা দেখার জন্য বড় বড় স্ক্রীন লাগানো হয়েছে। যদিও বা দিনের বেলায় ঠিকঠাক বোঝা যাবে না। এমনকী যদি ইলেক্ট্রিক চলে যায় তাহলে সেই খেলা দেখা হবে না। কিন্তু এই সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা হবে। এখানে ইলেক্ট্রিক চলে গেলেও খেলা দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা। এদিন ক্রিকেট প্রেমীদের উৎসাহ লক্ষ্য করা গেল।