লরির সাথে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত চার পুলিশ কর্মী, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

0
148

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ছাইবোঝাই লরির টায়ার ফেটে ভয়ানক বিপত্তি। লরির ধাক্কায় পুলিশভ্যান উল্টে গুরুতর আহত হলেন চার পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিমুরালি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। আহত পুলিশকর্মীদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সাব-ইন্সপেক্টর সঞ্জিত সূত্রধর, কনস্টেবল শঙ্কর বিশ্বাস, সিভিল পুলিশ রাজীব পাল ও চিরঞ্জিৎ ঘোষ।
ঘটনা সূত্রে জানা গেছে, চাকদা থানার অন্তর্গত শিমুরালি ১২ নম্বর জাতীয় সড়কে ১৬ চাকার ছাইবোঝাই লরির সঙ্গে চাকদা থানার পুলিশভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশভ্যানটি পাল্টি খায়। এতে গুরুতর আহত হয় চালকসহ চার পুলিশকর্মী। স্থানীয় সূত্রে জানা যায় শিমুরালি চৌমাথা দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়কের উল্টোদিকের রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশভ্যানটি। এই সময় চাকদার দিক থেকে আসা ছাইবোঝাই ১৬ চাকা লরিটির সামনের ডানদিকের চাকা হঠাৎই ফেটে ওঠে প্রচণ্ড শব্দে। তখনই উল্টো দিকে থেকে আসা ওই পুলিশগাড়িটিকে সজোরে গিয়ে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভ্যান থেকে ড্রাইভার-সহ চার পুলিশকর্মীকে উদ্ধার করে। খবর দেওয়া হয় চাকদা থানায়। ছুটে আসেন পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিকরা। তড়িঘড়ি ওই আহত পুলিশকর্মীদেরকে পাঠানো হয় চাকদা সদর হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। লরি ফেলে চম্পট দেয় চালক ও খালাসি। যদিও ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।