৫ ইঞ্চি বোতলে বোতল বন্দী করলেন বিরাট কোহলিকে।

0
162

আবদুল হাই,বাঁকুড়া: হেলমেট খোলা বিরাটের, ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উৎযাপন করছেন তিনি। এই আইকনিক ছবি প্রত্যেক ক্রিকেট ভক্তেরই মনে গেঁথে আছে। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তাদেরই একজন বিরাট কোহলির ভক্ত। তাই বিরাটের এই আইকনিক মুহূর্ত ৫ ইঞ্চির বোতলে বোতলবন্দি করে রাখলেন তিনি। ফাইনালের আগে দিন শনিবার এমন কাজ করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পর পর দশ ম্যাচ প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত। সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি নিজে। বিরাটের এই “বিরাট” পারফরমেন্সকে সম্মান জানাতে বোতলের মধ্যে একটু একটু করে মাটি ঢুকিয়ে এই শিল্প তৈরি করেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

প্রায় সাত থেকে ১০ দিন ধরে তৈরি করেছেন বিরাট কোহলির অবয়ব। ভারতের ফাইনাল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী এই শিল্পী। ট্রফি নেবে ভারত আর সর্বোচ্চ রান করবেন বিরাট কোহলি। বিরাটের এই ভক্ত দেখা করতে চান বিরাট কোহলির সঙ্গে। উন্মাদনা ধরে রাখতে না পেরে ৫ ইঞ্চি ছোট্ট বোতলে যেখানে করি আঙ্গুলও ঢুকবে না সেই বোতলে বোতল বন্দি করলেন বিরাট কোহলিকে।

ইন্দ্রনীলবাবু পেশায় একজন শিল্পী। নানা বিধ শিল্পচর্চা করে থাকেন তিনি। তার অধীনে প্রশিক্ষণ নেন অনেকেই। এবার নিজের শিল্পসত্তা দিয়ে বিশ্বকাপ ফাইনাল এর আগেই তিনি তৈরি করলেন বিরাট কোহলির মূর্তি।