এবছর প্রায় ১২ কেজি সোনার গহনায় সেজে উঠতে চলছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপড়ার “বুড়িমা”।

0
295

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বলতে হুগলীর চন্দন নগরের সাথে যে নামটা উঠে আসে তা হলো নদীয়ার কৃষ্ণনগরের নাম। কথিত আছে,কৃষ্ণনগর রাজবাড়ীর মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল।
পুজোর অন্যতম কর্মকর্তা গৌতম ঘোষ জানান এইবছরে তাদের পুজো ২৫১ বর্ষে পদার্পন করলো। প্রতি বছরের মতো সকলের আবেগ ও ভালবাসায় বুড়িমা পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এদিন দুপুরে কৃষ্ণনগরের স্বনামধন্য মৃৎশিল্পীর হাতের ছোঁয়ায় সম্পন্ন হলো মায়ের চক্ষুদান পর্ব। এই বছরে বুড়িমাকে ১২ কেজি গহনায় মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সোনা দিয়ে অলঙ্কিত করা হবে। প্রতিবছর বংশপরম্পায় বিভিন্ন মানুষেরা মাকে শ্রদ্ধার সাথে রান্না করে আসছেন, এবছরও তাই হবে। এখানে প্রায় ১ লাখ ভক্তের জন‍্যে মায়ের ভোগ তৈরী হয়, সকাল থেকেই কাঠের চুলায় । প্রতিবছর বহুদূরান্ত থেকে কয়েক লক্ষ দর্শনার্থীরা আসেন মাকে দর্শন করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here