দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজকে বালুরঘাট বিধানসভার অন্তর্গত ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিণীর শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দিরে পুজো দিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী মহাশয়। এছাড়াও এলাকাবাসীর সাথে বিভিন্ন বিষয়ে তিনি কথা বললেন ও খোঁজ খবর নিলেন। বিধায়ক তহবিল থেকে প্রদেয় অর্থ (৫,৪১,১৭৪/-) দিয়ে মন্দির সংলগ্ন প্রাঙ্গনে সর্বসাধারণ এবং ভক্তদের সুবিধার্থে যে একাধিক শৌচাগার ও স্নানাগার নির্মিত হবে তার জায়গাও পরিদর্শন করলেন মন্দির কমিটির সদস্যদের সাথে।
Home রাজ্য উত্তর বাংলা ত্রিমোহিণীর শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দিরে পুজো দিলেন বালুরঘাটের বিধায়ক...