বিধায়ক মঞ্চে থাকাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষ,মঞ্চ থেকে শুরু করে কর্মীদের মধ্যে সংঘর্ষ,ব্যাপক ভাঙচুর, চাঞ্চল্য মহিষাদলের কেশবপুরে।

0
142

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিধায়ক মঞ্চে থাকাকালীন তৃণমূল বিজেপির সংঘর্ষ।মঞ্চ থেকে শুরু করে কর্মীদের মধ্যে সংঘর্ষ। ব্যাপক ভাঙচুর। সামাল দিতে হিমশিমকাচ্ছে নিজেই সমবায় সমিতির কর্মী থেকে পুলিশ আধিকারিকরা। ব্যাপক উত্তেজনা ছত্রভঙ্গ অন্যান্য কর্মীরা শুভানুধ্যায়ী এলাকার মানুষজন। মঞ্চ থেকে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের জেরে আহত একাধিক উভয় পক্ষের। সংঘর্ষের কারণ পূর্ব মেদিনীপুর জেলার কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন। সেই অনুষ্ঠানে তৃণমূলের বিধায়কক সহ একাধিক নেতৃত্বকে ডাকা হলেও এলাকার বিজেপির প্রধান কে কেন ডাকা হয়নি এই নিয়ে প্রতিবাদ মুখর হয় বিজেপি।বিধায়ক তিলক চক্রবর্তী অনুগামিরা তখনই চড়াও হয় বিজেপি কর্মীদের উপর। মহিষাদল থানা এলাকার কেশবপুর জাল পাই এর ঘটনা। ফলটা বিজেপির লোক যেন চড়াও হয় তৃণমূল কর্মীদের উপর।ইটামগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস আহত।