পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-সূদূর বেলজিয়াম থেকে বর্ধমানে এলেন বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক সিহান পল স্টোয়েলজায়েট। সোমবার বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে আয়োজিত ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে আসা ৬৪ বছরের ওপেন হার্ট সার্জারি হওয়া স্টোয়েলজায়েটকে দেখতে রীতিমত দর্শকরা ভিড় করেন মাঠে। এদিন স্টোয়েলজায়েট জানিয়েছেন, ক্যারাটে মানে প্রতিদিন প্রাকটিস। নিজের শারীরিক ও আত্মিক বিকাশের জন্য ক্যারাটের ভবিষ্যত উজ্জ্বল। তিনি জানিয়েছেন, ক্যারাটে শেখার আগ্রহ বাড়ছে। তবে বেলজিয়ামে যেমন নিয়মিত প্রতিদিন প্রশিক্ষণ নেয় শিক্ষার্থীরা বর্ধমানে তার ঘাটতি রয়েছে। ঘাটতি রয়েছে প্রশিক্ষণের কিছু কায়দা কানুনেও। তবে সবার আগে দরকার শরীরকে তৈরী করা। একইসঙ্গে ক্যারাটে মানে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা। তারও নিয়মিত অভ্যাস করা দরকার। উল্লেখ্য, সম্প্রতি ৬৪ বছরের স্টোয়েলজায়েটের ওপেন হার্ট সার্জারি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি নিয়মিত প্রশিক্ষণে রয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। এদিন এই প্রশিক্ষণ বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বিশিষ্ট ক্রিকেটার শিবশংকর ঘোষ জানিয়েছেন, যতদিন যাচ্ছে ততই ভারতবর্ষে জুডো, ক্যারাটের ভবিষ্যতও উজ্জ্বল হচ্ছে। অন্যান্য খেলাধূলার মত ক্যারাটেও একটি খেলা এবং একইসঙ্গে আত্মরক্ষার উপায়। তাই ক্যারাটের জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছে।