0
147

হিলি, নিজস্ব সংবাদদাতা:- আজ হিলি ব্লকের পূর্ব মোস্তাফাপুর গ্রামের শিশু ও কিশোরী মেয়েদের নিয়ে জাতীয় শিশু সুরক্ষা সপ্তাহ সমাপ্তি উপলক্ষে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে আজকে জাতীয় শিশু সপ্তাহ সমাপ্ত হলো হিলি ব্লকে। গত ১৪ই নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় শিশু সুরক্ষা সপ্তাহ একটি র‍্যালির মাধ্যমে সম্পন্ন হলো। এই সচেতনতা শিবিরে পূর্ব মোস্তাফাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্ভুক্ত শিশু ও কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সচেতনতা শিবিরে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়বার লক্ষ্যে উপস্থিত কিশোরীরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করেন । পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে সঠিকভাবে রূপায়ণের জন্য ‘স্যাগ কেপি’ প্রকল্প বর্তমানে হিলি ব্লকে সক্রিয়ভাবে কাজ করছে। বাল্য বিবাহ, শিশুদের উপর যৌন নির্যাতন, শিশু পাচার সহ শিশুদের নানান অধিকার নিয়ে এই সচেতনতামূলক শিবিরে আলোচনা হয়। মানব পাচার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত কিশোরীদের নিয়ে একটি র‍্যালি বের হয় । এই শিবিরে উপস্থিত ছিলেন হিলি আইসিডিএস প্রকল্পের অন্তর্ভুক্ত ‘স্যাগ কেপি’ প্রকল্পের কর্মী অর্পিতা দাস, অঙ্গনওয়াড়ি কর্মী মালতি টিজ্ঞা, ফুলোবালা বর্মন, শান্তি হাসদা, কলেশ্বরী পাহান, অঙ্গনওয়াড়ি সহায়ক পুতুল মাহাত, মনা রায় মণ্ডল, উজ্জীবন সোসাইটির সক্রিয় কর্মী আশীষ উড়াও। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, জাতীয় শিশু সুরক্ষা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে আজ একটি সচেতনতা শিবির করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষা মজবুত করতে এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে আরো বেশি বেশি করে কিশোরীদের নিয়ে এমন সচেতনতা শিবির নিয়মিত করা হবে ।