নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জগদ্ধাত্রী পুজো উৎসব মনেই প্রথমে উঠে আসে চন্দননগর ও নদীয়ার কৃষ্ণনগরের নাম। কিন্তু নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলেও জগদ্ধাত্রী পুজোর উৎসব টেক্কা দিতে কম যায় না। প্রায় একশোরও বেশি পুজো মণ্ডপ রয়েছে এই সূত্রাগড় অঞ্চলে, আর তিন দিন ধরে চলে উৎসব। এবার এই জগধাত্রী পুজো উৎসবে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণেই বিশেষ তৎপরতা রানাঘাট পুলিশ জেলার। মঙ্গলবার দুপুরে সুত্রাগড় অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপ সহ এলাকা ঘুরে দেখলেন পুলিশ সুপার কুমারসানী রাজ। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও পরবর্তীতে তিনি যান প্রতিমা নিরঞ্জন ঘাট পরিদর্শনে, এরপর ঘাট চত্বর কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন তিনি। এই কর্মসূচির মধ্যে দিয়ে পুলিশ সুপার কুমারসানী রাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো নিয়ে পুলিশ যথেষ্টই সক্রিয় থাকবে, মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। এছাড়াও প্রতিমা নীলাঞ্জনের ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সেই দিকে করা নজর রাখবে পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো উৎসব উপলক্ষে জেলা পুলিশ সুপারের পরিদর্শন, ঘুরে দেখলেন প্রতিমা...