পাঁশকুড়ার উত্তর জিয়াদা গ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় পুলিশের উপর আস্থা নেই পরিবারের, CBI এর তদন্তের দাবি।

0
177

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার উত্তর জিয়াদা গ্রামে স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়াকে গুলি করে খুনের ঘটনায় পুলিশের উপর আস্থা নেই পরিবারের, তাই সিবিআই এর তদন্তের দাবি পরিবারের, ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে, পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে পরিবার, যদিও এই প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার সকাল নাগাদ মৃত ওই স্বর্ণ ব্যবসায়ীর বাবা স্পষ্টভাবে জানিয়েছেন পুলিশের উপর কোন আস্থা নেই টাকা দিয়ে হয়তো ছাড় পেয়ে যাবে ওই দুষ্কৃতিকারীরা, তাই সিবিআই এর তদন্তের দাবি করছি, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এর আগে দোকানে দুই দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে, বহু টাকা খোয়া গিয়েছে তবে এইবারের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা, অন্যদিকে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ,তাই রীতিমতো ক্ষোভ বাড়ছে পরিবার সহ এলাকাবাসীদের, প্রসঙ্গত সোমবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের ওই স্বর্ণ ব্যবসায়ীকে আটকে সোনার গহনা সহ লক্ষাদিক টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় ওই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে।