নিজস্ব সংবাদদাতা হুগলি: – বাংলার বাইরে থেকে ভক্তরা এসে জগদ্ধাত্রী মায়ের পূজা দেন ভদ্রেশ্বরে। আজ মঙ্গলবার জগদ্ধাত্রী পূজোর নবমী। সকাল থেকেই হুগলির ভদ্রেশ্বর গৌড়হাটির তেতুলতলার ২৩১ বর্ষের জগদ্ধাত্রী পূজোর আয়োজন। বাংলা ছাড়াও বাংলার বাহিরের থেকে ভক্তেরা এসে ভদ্রেশ্বর তেতুলতলার জগদ্ধাত্রী মায়ের কাছে পূজো দেন।নবমীর দিন সকালেই পূজো দিতে এলেন।কলকাতার উচ্চ আদালতের বিচারকেরা,রাজ্যের মন্ত্রীরা,বিধায়কেরা। ভক্তেরা যারা মানসিক করে থাকেন সেই ভক্তেরা এদিন গঙ্গায় স্নান করে দন্ডী কেটে মা জগদ্ধাত্রী কাছে পূজো দিয়ে থাকেন। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মত।