নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অষ্টধাতুর দেবী মূর্তিতে এখানে প্রতিদিন পূজিত হন মা জগদ্ধাত্রী। রানাঘাট সুভাষ এভিনিউর ভট্টাচার্য পরিবারে ১০২ বছর ধরে প্রাচীন রীতি – নীতি মেনে আজও পূজিত হচ্ছেন দেবী জগদ্ধাত্রী। দেবীর নিত্য পূজা হলেও জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরের প্রচলিত রীতি মেনে এখানে বিশেষ রীতিতে পূজিত হন গৃহদেবী। এই পরিবারে প্রতিদিন দেবীর সাথে পূজিত দেবাদিদেব শিবও। প্রতিদিন মাটির শিবলিঙ্গ গড়িয়ে পুজো করা হয় ভগবান শিবের।
এই পুজোর সময় পরিবারের সবাই মিলিত হন ভট্টাচার্য বাড়িতে। আসেন আত্মীয়-স্বজন পরিবার-পরিজনের সাথে সাথে ভক্তরাও। সারাদিন ধরে চলে পুজো এবং প্রসাদ বিতরণ।
ভক্তদের বিশ্বাস – এই দেবী ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। তাই তাঁর দুয়ারে আসার অর্থ – সৌভাগ্যের দুয়ার খুলে যাওয়া।