জঙ্গল থেকে বেরিয়ে একপাল হাতি হানা দিলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়।

0
261

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার মধ্য রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে একপাল হাতি হানা দেয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়।এদিন প্রায় ৩০ -৪০ টি হাতির একটি পাল জঙ্গল থেকে বেরিয়ে বন জঙ্গল সংলগ্ন ভদ্র সাঁওতালের সরিষা ক্ষেত,ধান ক্ষেত এবং সুপারি বাগানে একপ্রকার তাণ্ডব চালায়।ক্ষতিগ্রস্ত করে বিঘা দুইয়েক সরিষা ক্ষেত, আধ বিঘা জমির ধান সহ বেশ কিছু সুপারি গাছ।ক্ষতিগ্রস্ত ভদ্র সাঁওতালের স্ত্রী স্নেহলতা হেমব্রম জানান, রাত বারোটা নাগাদ একপাল হাতি এসে সরিষা ক্ষেত, ধান ক্ষেত সহ সুপারি বাগান ক্ষতিগ্রস্ত করে।বন দপ্তরের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন তিনি।ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস বন দপ্তরের।