জলপাইগুড়িতে শুরু হয়েছে শীতের আমেজ।

0
102

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িতে শুরু হয়েছে শীতের আমেজ। আর সেই আমেজ উপভোগ করতেই সকালে গরম জামা পরে ঘুরতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। অনুভব করছেন হালকা শীতের আমেজ। আর এটাই তাদের খুব ভালো লাগছে। *বুধবার সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি সাথে ঠান্ডা হাওয়া। শীতের পোশাক টুপি, জ্যাকেট, সোয়েটার ও চাদর পড়ে রাস্তায় মানুষজনেরা। শীতের দাপট বাড়তে শুরু করেছে জলপাইগুড়িতে।*যদিও হাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত এখন আর তেমন ভাবে শীত অনুভব হবে না জলপাইগুড়িতে।